কুচিনা আয়োজিত গিটস হ্যাংলা পুজোর সেরা ভোগ ২০১৭

0 0
Read Time:3 Minute, 19 Second

তিন পেরিয়ে এবছর চারে পা দিল হ্যাংলা পুজোর সেরা ভোগ। প্রথম বছর মাত্র ৩০টা প্রতিযোগীকে দিয়ে শুরু করে এ বছর এই প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ৭৫-এ। খিচুড়ি, পোলাও আর পায়েসের স্বাদ বৈচিত্র্যে সেরা ভোগের লড়াই জমে উঠেছিল কল্কাতা-হাওড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলের ৭৫ আবাসনে। মায়ের মহাভোগের পাশাপাশি খিচুড়ি, পোলাও আর পায়েসের স্বাদ চেখে দেখলেন শহরের চেনা শেফ, রন্ধন বিশেষজ্ঞা এবং সেলিব্রিটিরা। এ বছর সেরা ভোগ নির্বাচনের দায়িত্বে ছিলেন আর্ন্তজাতিক মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, অভিনেত্রী তনিমা সেন, পাপিয়া অধিকারী, স্বাগতা মুখার্জি, দোলন রায়, সুভদ্রা চক্রবর্তী, সোনালী রায়চৌধুরী, সৌমিলী বিশ্বাস, বুলবুলি পাঁজা, চৈতালি দাশগুপ্ত, রেশমী সেন, শ্রীতমা ভট্টাচার্য, প্রত্যুষা পাল, স্নেহা চ্যাটার্জি এবং মোনালিসা পাল এবং শেফ রঙ্গন নিয়োগী, সুমন্ত চক্রবর্তী, পার্থ রায়, জয়ন্ত ব্যানার্জি, ঋজু দে, আশিস বোস, স্বরূপ চ্যাটার্জি, পিন্টু চৌধুরী, ইন্দ্রনীল ঘোষ। রন্ধন বিশেষজ্ঞাদের মধ্যে ছিলেন শুক্লা মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দে, রুকমা দাক্ষী, বিপাশা মুখার্জি, জয়শ্রী গাঙ্গুলী এবং শুভা চক্রবর্তী।

সমগ্র এই অনুষ্ঠানটির টাইটেল স্পনসর ছিল গিটস এবং আয়োজন কুচিনার, সঙ্গে পাওয়ারড বাই মুখরোচক এবং কো-পাওয়ারড বাই কুকমী। এছাড়াও অ্যাসোসিয়েট পার্টনার ২৪ ঘণ্টা, কুকিং অয়েল পার্টনার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল, ব্রডব্যান্ড পার্টনার অ্যালায়েন্স ব্রডব্যান্ড, জুয়েলারি পার্টনার রূপশ্রী জুয়েলার্স, মেকওভার পার্টনার ইলানা স্পা অ্যান্ড স্যালঁ, সুইট পার্টনার মিষ্টিকথা, প্রিন্ট মিডিয়া পার্টনার সংবাদ প্রতিদিন, রেডিও পার্টনার ৯৮.৩ রেডিও মির্চি ও ইশক ১০৪.৮ এফএম, ডিজিটাল পার্টনার আড্ডাটাইমস ডট কম, ম্যাগাজিন পার্টনার হ্যাংলা হেঁশেল, মুভি পার্টনার ককপিট, ইভেন্ট চ্যানেল পার্টনার সিটি ইভেন্টস, ওয়েব পার্টনার www.hanglamagazine.com, ইভেন্ট অর্গানাইজার গ্রেমাইন্ড পাবলিকেশন, হসপিটালিটি পার্টনার দ্য কনক্লেভ।

About Post Author

Charlesses

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %