উপকরণঃ- আদা জুলিয়েন করে কাটা (১০ গ্রাম), মধু (৩০ মিলি), গ্রিন টি ব্যাগ অথবা স্যাশে (২টো), লেবুর রস (১৫ মিলি), পুদিনা পাতা (৬/৭টা)।
প্রণালীঃ- আদা কুচি মিশিয়ে ২০০ মিলি জল ফুটতে দিন। জল ফুটে উঠলে আঁচ থেকে নামিয়ে নিন।
পুদিনা পাতা আর টি ব্যাগ দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজতে দিন। চা ছেঁকে লেবুর রস আর মধু মিশিয়ে নিন। ফ্যান্সি গ্লাস বা ব্র্যান্ডি বেলুন মাসে ঢেলে আইস কিউব দিন। লেমন জেস্ট বা পুদিনা পাতার ডাঁটি সাজিয়ে পরিবেশন করুন।
রেসিপি বিস্তারিত