রেসিপি বিস্তারিত
উপকরণ
- পাউরুটি (৮ টুকরো)
- মোজারেলা চিজ (৫০ গ্রাম)
- পনির (৫০ গ্রাম)
- বিটনুন (আধ চামচ)
- চিলি ফ্লেক্স (১ চামচ)
- অরিগ্যানো (১ চামচ)
- গোলমরিচ গুঁড়ো (১ চামচ)
প্রস্তুত প্রণালী
- পাউরুটির চারধারের মোটা অংশ কেটে ফেলে পাতলা করে বেলুন।
- মোজারেলা চিজ এবং পনির লম্বা করে কেটে নিন।
- পাতলা পাউরুটিতে চিজ এবং পনির দিয়ে দিন।
- উপর থেকে বিটনুন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।
- পাউরুটি রোল করে মুখ সামান্য জল দিয়ে চেপে রোল বানান।