বর্ণনা:
পুঁইশাক মিশিয়ে তৈরি কোমল সন্দেশ। মিষ্টি, সুগন্ধি এবং সুন্দর সাজানো। Bengali dessert lovers-এর জন্য perfect।
রেসিপি বিস্তারিত
 
                উপকরণ
- পুঁইশাক — ১ কাপ (সিদ্ধ করে মেশানো)
- ছানা — ২০০ গ্রাম
- চিনি — ১ কাপ (স্বাদমতো)
- এলাচ গুঁড়ো — ½ চামচ
- ঘি — ১ চামচ
প্রস্তুত প্রণালী
- পুঁইশাক সিদ্ধ করে ভালো করে পেস্ট করে নিন।
- ছানা ও চিনি একসাথে মেখে নিন।
- কড়াইতে ঘি গরম করে পুঁইশাকের পেস্ট ও ছানার মিশ্রণ দিন।
- নাড়তে নাড়তে মিশ্রণটি শুকনো ও আঠালো করে ফেলুন।
- ঠান্ডা হলে গোল বা পছন্দমতো আকারে সন্দেশ বানিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
 
         
                             
                             
                             
                             
                                     
                                    