হ্যাংলা পুজোর সেরা ভোগ ২০১৬- সম্মাননা প্রদান

15 Nov 2016 | Comments 0

১২ নভেম্বর গোর্কি সদন। উপস্থিত অতিথিদের ভিড়ে উপচে পড়ছে। আরে কুচিনা কিচেন আপ্লায়েন্সেস নিবেদিত গিটস হ্যাংলা পুজোর সেরা ভোগ ২০১৬-র সম্মাননা প্রদান অনুষ্ঠান বলে কথা। সপ্তমী-অষ্টমী এই দু’দিন শহরের নানা প্রান্তে ঘুরে ৫০টি আবাসনে মা দুগ্গার সামনে নিবেদন করা ভোগ চেখে দেখেছিল হ্যাংলা। বিচারকের ভূমিকায় ছিলেন শহরের নামী-দামি শেফ, রন্ধন বিশেষজ্ঞা এবং সেলিব্রিটিরা। সেই বিচারের নিরিখে শিরোপা উঠল ৯ বিজয়ী আবাসনের মাথায়। এ বছর সেরা খিচুড়ি, সেরা সেরা পোলাও এবং সেরা পায়েসে বিজয়ী হল যথাক্রমে কমল রেসিডেন্সি, অভিষিক্তা ১ এবং আইডিয়াল নিকেতন। মায়ের মহাভোগে তৃতীয় স্থানে ছিল বরাহনগরের রামকৃষ্ণপুরম রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দ্বিতীয় স্থানটি পেয়েছে শান্তিনিকেতন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন। সবাইকে পিছনে ফেলে এ বছর মহাভোগে প্রথম জায়গাটি ছিনিয়ে নেয় রাজারহাটের সুখবৃষ্টি স্পর্শ কালচারাল সোসাইটি। প্রতি বছরই আমরা মুগ্ধ হই প্রতিযোগী আবাসনের আতিথেয়তায়। এই প্রথমবার আতিথেয়তার নিরিখেও দেওয়া হল পুরষ্কার। আতিথেয়তায় সেরা তিন আবাসন হল আই এইচ ই ওয়েলফেয়ার দুর্গাপূজা কমিটি, কলকাতা পুলিশ আবাসন, ৪র্থ ব্যাটেলিয়ান এবং উপহার শারদোৎসব কমিটি (ই এবং সি ব্লক)। সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন গিটসের কর্ণধার এম এ তেজানি, কুচিনার এগজিকিউটিভ ডিরেক্টর জে কে চ্যাটার্জি এবং হ্যাংলার সম্পাদক অনিলাভ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তনিমা সেন, পাপিয়া অধিকারী, দোলন রায়, সোনালি চৌধুরী, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অরিন্দম চ্যাটার্জি, প্রত্যুষা পাল, শেফ রঙ্গন নিয়োগী, শেফ আশিষ বোস, শেফ স্বরূপ চ্যাটার্জি, শেফ শেন চ্যাটার্জি, শেফ ঋজু, রন্ধন বিশেষজ্ঞা বিপাশা মুখার্জি প্রমুখ। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়ার পাশাপাশি আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। উন্বোধনী নৃত্য এবং ধুনুচি নাচে সকলের মন জয় করল ভাস্কর গ্রুপ। আর শেষের অনুষ্ঠান জমিয়ে দিল চন্দ্রবিন্দু। শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে দুর্গাপুজোর আমেজ ধরে রেখেছিল মহিলা ঢাকির দল। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আরজে সায়ন। পুজোর মহাভোগে গিটস এবং কুচিনা কিচেন আপ্লায়েন্সেস ছাড়াও আমাদের সঙ্গে ছিল সুইট  পার্টনার বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, রেডিও পার্টনার ৯২.৭ বিগ এফ এম, টেলিভিশন পার্টনার সিটি  ইভেন্টস, ফুড পার্টনার ওনলি আলিবাবা, ওয়েব পার্টনার www.hanglamagazine.com, অনলাইন পার্টনার ZOMATO, প্রিন্ট পার্টনার হ্যাংলা হেঁশেল এবং হসপিটালিটি পার্টনার দ্য কনক্লেভ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine