ইমিউনিটি বাড়ানোর রেসিপি

30 Aug 2020 | Comments 0

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ থেকে বাঁচতে গোটা পৃথিবীতে চলছে বিপ্লব। কখনও নিঃশব্দে। কখনও প্রতিরোধ গড়ে তুলে আক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে। এই সময় ঠিক কোন কোন খাবার খেলে কোভিড-১৯ ধরাশায়ী করা যাবে তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা-পরিকল্পনা। কোন খাবারে রয়েছে ভিটামিন সি আর ডি, কোন খাবার খেলে ওমেগা ৩-র ভারসাম্য বজায় থাকে, এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজন সেই সব ধরনের রেসিপি। মাছ-ডিম-মাংস-মিষ্টি বা সবজি যাই হোক, ইমিউনিটি বাড়ানোর নানা রেসিপি থাকছে এবারের মলাট কাহিনিতে।  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine