খিদিরপুরের দিক থেকে ঘেঁষে গেলেই চোখে পড়বে নিজস্ব ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা বাকুলিয়া হাউস। ১৮৪০ সালে বিশুবাবু বানান এই বাড়ি। আর তিনি হুগ্লির বাকুলিয়ে গ্রামে মানুষ হওয়ায় বাড়ির নাম হয় বাকুলিয়া হাউস। – ঈপ্সিতা মুখার্জী (বাকুলিয়া হাউস) উপকরণঃ- জাঁক দেওয়া নরম ছানা (২৫০ গ্রাম), কাঁচা পেঁপে সেদ্ধ করা (১০০ গ্রাম), আদা বাটা (২ চা চামচ),…