গ্রেমাইন্ড পাবলিকেশন থেকে একটা নিয়মিত ম্যাগাজিনের কথা ভাবা হচ্ছিল অনেকদিন ধরেই। যেহেতু আমাদের যোগাযোগ, কাজকর্মের একটা বড় দিক খেলাধুলা, তাই স্পোর্টস ম্যাগাজিনের প্রস্তাব এল বিস্তর। আমি রাজি ছিলাম না। কারণটা সহজ। প্রতিদিনের খবরের কাগজে কিংবা টিভিতে এখন খেলাধুলার খবর এতটাই গুরুত্ব পায় যে নতুন করে তা নিয়ে মাসিক পত্রিকা প্রকাশ করাটা বাহুল্য বলেই মনে হয়।…