ছুটির দিনের ব্রেকফাস্টে কী বানাবেন কী খাবেন ভেবে পাচ্ছেন না? কম পরিশ্রমে বানিয়ে ফেলুন সুস্বাদু ও স্বাস্থ্যকর মশালা সুজি প্যানকেক। দেখে নিন কেমন করে তৈরি করবেন এই রেসিপি। উপকরণঃ-সুজি (আধ কাপ), ময়দা (আধ কাপ), সাদা তেল (৪ চামচ), পেঁয়াজ কুচি (১টি), কাঁচালঙ্কা (৪-৫টি, কুচানো), নুন-চিনি (স্বাদমতো), ধনেপাতা কুচি (১ আঁটি), পেঁয়াজকলি কুচি (২-৩ চামচ), মাখন…