Sorse Jhale Daler Bora | সর্ষে ঝালে ডালের বড়া
উপকরণঃ- মটর ডাল (১ কাপ), কাঁচালঙ্কা (৪-৫ টি), হলুদ গুঁড়ো (১ চা-চামচ), লাল লঙ্কা গুঁড়ো (১ চা-চামচ), কালো সর্ষে (২ চামচ), সোডিয়াম বাই কার্বনেট (১ চিমটি), চিনি (১ চামচ), হিং (১/৪ চা-চামচ), কালোজিরে (দেড় চা-চামচ), ধনেপাতা কুচি, সর্ষের তেল (৬-৭ চামচ), নুন (স্বাদমতো)।
প্রণালীঃ- মটর ডাল সারারাত কিংবা ৪ থেকে ৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবারে ডাল ধুয়ে তাতে কাঁচালঙ্কা, নুন, চিনি মিশিয়ে পেস্ট করে নিন। পেস্টে সোডিয়াম বাই কার্বনেট, হিং ও কালোজিরে মেশান। খুব ভাল করে ফেটিয়ে নিন। ছড়ানো প্যানে তেল দিয়ে তাতে ডালবড়ার সাইজ করে ছারুন। দু’দিকে লাল করে ভেজে নামিয়ে নিন। সর্ষে দানা ১০ মিনিট ভিজিয়ে রাখুন। কাঁচালঙ্কা ও নুন দিয়ে ভাল করে পেস্ট করে নিন। একটু জল মিশিয়ে তাতে লঙ্কা গুঁড়ো দিন। ভাল করে মিশিয়ে মশলাটা ছেঁকে নিন। একটা কড়াইতে তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিন। ফুটতে শুরু করলে ২ কাপ জল দিন। জল টগবগ করতে শুরু করলে ভাজা বড়াগুলো ছাড়ুন এবং ফুটতে দিন। এবারে ছেঁকে রাখা মশলা, হলুদ গুঁড়ো, ছেরা কাঁচালঙ্কা ফুটন্ত জলে ছাড়ুন। কাঁচা সর্ষের তেল দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।