Description
ডিসেম্বর মানে ফাটা ঠোঁটে কফির কাপে চুমুক। ডিসেম্বর মানে কমলালেবু আর র্যা কেট ঝোলায় পুরে চিড়িয়াখানা থেকে মেলায় ঘুরপাক। ডিসেম্বর মানে পার্টি-ককটেল-কেক-কাবাব। এবারের হ্যাংলা জুড়ে তাই কেকের মিঠে আমেজ আর কাবাবের উষ্ণতা। ইচ্ছেমতো ডিসেম্বরকে উদযাপন করার সুলুক সন্ধানের পাশাপাশি থাকছে মুর্শিদাবাদের এবং অওধের নবাবের খানাখাজানা খোঁজ। হ্যাংলার পাতায় এবার কেক এবং কাবাবের যৌথ ভোজনবিলাস।