নারকেলি বাগদা
28 Nov 2018 | Comments 0
উপকরণঃ- নারকেল (১ টা), বাগদা চিংড়ি (২৫০ গ্রাম), পোস্তবাটা (২ টেবল চামচ), কাঁচালঙ্কা (৮-১০ টা), পেঁয়াজবাটা (১ টা), সর্ষের তেল (আধ কাপ), নুন।
প্রণালীঃ- নারকেল কুরিয়ে নিন। বাগদা চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন এবং নুন-হলুদ মাখিয়ে হালকা সাঁতলে তুলে রাখুন। একটা এয়ার টাইট বক্সে নারকেল কোরা, চিংড়ি, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচালঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে মেখে নিন। তেল, নুন মাখিয়ে রাখুন। এবার এই বক্সটা ১০-১৫ মিনিট স্টিম করুন। হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।