Mutton Dumpokt – মাটন দমপোক্ত
উপকরণঃ- খাসির মাংস (৫০০ গ্রাম) (টুকরো করা), দই (১০০ গ্রাম), আদা কুচি (১ ইঞ্চি), রসুন কুচি (৮-১০ কোয়া), পেঁয়াজ কুচি (মাঝারি ৪ টি), শুকনো লঙ্কা (৪ টি, টুকরো করা), দারচিনি (১ ইঞ্চি),ছোট এলাচ (৪টি), কাবার-চিনি (৬টি), চিনি (১ চা-চামচ), নুন (স্বাদমতো), কিশমিশ (১০ গ্রাম), বাদাম কুচি (১৫ টি), ঘি (১০০ গ্রাম), জল (আধ কাপ), ময়দা (১ কাপ) (সিল করার জন্য)।
প্রণালীঃ- মাংসে দই, আদা, রসুন কুচি, পেঁয়াজের টুকরো, নুন, চিনি, কিশমিশ ও বাদাম মিশিয়ে ১ঘন্টা রেখে দিন। ডেকচিতে ঘি গরম করে শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ ও কাবাব-চিনি দিয়ে মশলা-সহ মাংস ঢেলে দিন। সবটা ভাল করে মিশিয়ে আধ কাপ জল ঢেলে ঢাকনা চাপা দিন।
ময়দা জল দিয়ে মেখে ঢাকনার চারপাশে দিয়ে ডেকচির মুখ সিল করে দিন। মৃদু আঁচে ধীরে ধীরে ৩০ মিনিট রান্না হতে দিন।