Mocktail Recipe : ধনেপাতা এবং মধুর শরবত
1 Mar 2024 | Comments 0
সারাদিনের খাটুনির পর পরিশ্রান্ত হয়ে যখন কাছের মানুষটি বাড়ি ফেরেন, তখন অবশ্যই সুগৃহিণীর মতো ঠান্ডা জলের গ্লাসটা বাড়িয়ে দেন।তবে যদি চেনা রুটিনে খানিক স্পেশাল টাচ দিতে চান ,জলের সাথে মিশিয়ে নিন এই উপকরণ, আর তাতেই হবে ম্যাজিক।
উপকরণঃ-
তাজা ধনেপাতা (৩ আঁটি)
মধু (৩০ মিলি)
আদা (২ টুকরো)
গন্ধরাজ লেবুর রস (২০ মিলি)
বিটনুন (আধ চা-চামচ)
সোডা
প্রণালীঃ-
মিক্সির বাটিতে একে একে ধনেপাতা, মধু, আদা, গন্ধরাজ লেবুর রস, বিটনুন, সোডা দিয়ে ভাল করে মিক্সিতে ঘুরিয়ে নিন। গ্লাসে ঢেলে একটু বিটনুন এবং ধনেপাতা ওপরে ছড়িয়ে পরিবেশন করুন ধনেপাতা এবং মধুর শরবত।