মিসেস ক্যাড-মিস – Misses Cad-Miss
30 Nov 2021 | Comments 0
উপকরণঃ- ছানা (২ কেজি), চিনি (৫০০ গ্রাম), কোকো পাউডার (২০০ গ্রাম), হোয়াইট চকোলেট, চকোলেট সস ।
প্রণালীঃ- ছানাকে ভালো করে মেখে করাইতে ছানা ও চিনি একসঙ্গে দিয়ে কম আঁচে কুড়ি মিনিট ভালো করে নাড়িয়ে নিন। এবারে কোকো পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন। ঠান্ডা করে হার্ট শেপ করে সন্দেশ টি গড়ুন। হোয়াইট চকোলেট গলিয়ে সন্দেশের গায়ে পুরোপুরি মাখবেন । সন্দেশের মধ্যখানে চকোলেট সস দিয়ে ডিজাইন করে নিন । রেডি আপনার মিসেস ক্যাড-মিস ।