লাল মাস (রাজস্থান) – Lal Mash (Rajasthan)

31 Mar 2022 | Comments 0

উপকরণঃ- মাটন (কারি কাট) (৩০০ গ্রাম), ঘি (৪০ গ্রাম), তেজপাতা (১টি), ধনেপাতা, পেঁয়াজ স্লাইস করে কাটা (২৫০ গ্রাম), রসুন বাটা (২০ গ্রাম), আদা বাটা (১০ গ্রাম), টকদই (৫০ গ্রাম), ধনে গুঁড়ো (৫ গ্রাম), হলুদ গুঁড়ো, নুন, দারচিনি (১টি), ছোট এলাচ (৩টি), লবঙ্গ (৪টি), বড় এলাচ (১টি), মাথানিয়া লঙ্কা গুঁড়ো (৫০ গ্রাম)।

প্রণালীঃ- তামার কড়াইতে রান্না করতে পারেন। ঘি গরম করে তার মধ্যে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। ফোড়ন চটরপটর করে উঠলে পেঁয়াজ ভেজে নিন সোনালি হওয়া পর্যন্ত। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে মাংস দিয়ে দিন। মিনিটখানেক মাংস সাঁতলে নিয়ে লঙ্কার গুঁড়ো, চিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টকদই মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিন। আধ ঘন্টা ঢাকনা বন্ধ করে রান্না করুন যাতে মাংস সেদ্ধ হয়ে যায়। পরিবেশনের সময় ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine