উপকরণঃ- চিংড়ি মাছ (৩০০ গ্রাম), কাঁচা কুমড়ো (২০০ গ্রাম), নুন ( পরিমাণমতো ), শুকনো লঙ্কা (২-৩টি), হলুদ (১ চামচ), সর্ষের তেল ( আধ কাপ), কালোজিরে (১-চা চামচ), রসুন কুচি (১ চামচ), পেঁয়াজ কুচি (১টি মাঝারি), বিলেতি ধনেপাতা কুচি (২ চামচ)।
প্রণালীঃ- প্রথমে একটা ছোট কাঁচা কুমড়োর গায়ে তেল মাখিয়ে গ্যাসে পুড়িয়ে নিয়ে পোড়া চামড়া ছাড়িয়ে আলাদা করে রাখুন। এবার ছোট চিংড়ি মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পোড়া কুমড়ো আর চিংড়ি মাছ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। এরপর রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন। এরপর কুমড়ো-চিংড়ির পেস্ট দিয়ে ভাল করে ভাজুন। পরিমাণমতো নুন, লঙ্কা গুড়ো, অল্প হলুদ দিন। সমস্ত মিশ্রণ ততক্ষণ ভাল করে ভাজুন যতক্ষণ না কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে আসে। শেষে বিলিতি ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই কুমড়ো-চিংড়ির ভর্তা।