Read Time:1 Minute, 5 Second
উপকরণ:-ইলিশ মাছ (৬-৮ টুকরো), হলুদ বাটা (২ চা-চামচ), লঙ্কা বাটা (আধ চা-চামচ), কালোজিরে (১/৮ চা-চামচ), তেল (৩ টেবিল চামচ), কাঁচালঙ্কা (৪-৬ টি), জল (১ থেকে দেড় কাপ), নুন।
প্রণালী:– কড়াইতে তেল গরম করে কালোজিরে ফোড়ন দিন। মিনিট খানেক নেড়েচেড়ে মাছের টুকরোগুলো দিয়ে ২-৩ মিনিট সাঁতলে নিন। এক কাপ মতো জলে হলুদ-লঙ্কা বাটা মিশিয়ে মাছের মধ্যে দিয়ে দিন। পুরোটা ফুটতে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। পরে নুন ও কাঁচালঙ্কা দিয়ে দিন এবং মাছ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গ্ৰেভি সামান্য ঘন হয়ে তেল ছেড়ে দিলে আঁচ থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের এই কাঁচা ঝোল।