Read Time:38 Second
আর বলবেন না, আমার কর্তার চোখে বোধহয় কিছু একটা হয়েছে। বাজার থেকে সেদিন ইয়া বড় সাইজের আনারস এনে হাজির। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আনারসটা এক্কেবারে কাঁচা। পাকতে ঢের সময়। এমন লোককে নিয়ে কী করি বলুন তো! এত দাম দিয়ে শখ করে ফলটা এনেছে ফেলেও তো দেওয়া যাবে না। তো কি আর করা। আনারসের মুখটা মানে গাছের অংশটা কেটে উলটে রাখলাম। পরে দেখি খুব সহজেই আনারস পেকে গিয়েছে।