Read Time:27 Second
সেদিন মিসেস আইয়ার বড্ড ফুটেজ খাচ্ছিলেন ক্রিস্পি ইডলি বানিয়ে। আর বাকিরাও ওনার প্রশংসায় পঞ্চমুখ। না থাকতে পেরে শেষমেশ বলেই ফেললাম, ‘এ আর এমন কী ব্যাপার, ইডলির ব্যাটারে খানিকটা সাদা ভাত দিয়ে ফেটিয়ে নিলেই ইডলি অমন মুচমুচে হয়।’