Hangla Pujo Sera Bhog 2024: হ্যাংলা পুজোর সেরা ভোগ ২০২৪

0 0
Read Time:1 Minute, 27 Second

আসছে পুজো। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। কুমোরটুলিতে চরম ব্যস্ততা। শহর জুড়ে পুজো কমিটি গুলোর থিমের হোর্ডিং -পোস্টার। ব্যস্ততা আবাসনে আবাসনে, পুজো কমিটির মধ্যে।
বিগত বছর গুলোর মত এবছরও আমরা আসছি হ্যাংলা পুজোর সেরা ভোগ ২০২৪ নিয়ে। কলকাতার ১০০ আবাসনে পৌঁছে যাবে টিম হ্যাংলা। সঙ্গে যাবেন সেলিব্রিটি, শেফ এবং রন্ধন বিশেষজ্ঞারা।চেখে দেখবেন মহাভোগের স্বাদ। হবে প্রচুর মজা আর হুল্লোড়।
আপনার আবাসনের খিচুড়িই কী এবার মায়ের মন চুরি করবে? না কি পাশের কয়েকটা আবাসনে পোলাও নিয়ে প্রলয় হবে ? মা কী সপরিবারে এবছর আপনার আবাসনের পায়েস খাবেন আয়েশ করে? তৈরী হয়ে যান সেরাপুজোর সেরা হওয়ার লড়াই-র জন্য। আপনি যদি আবাসনের বাসিন্দা হন, তবে এসব শুভ মুহূর্তের সাক্ষী হতে পারেন আপনিও।
তাঁর জন্যে অংশ নিতে হবে “হ্যাংলা পুজোর সেরা ভোগ ২০২৪”–এ। ইচ্ছুক আবাসন অংশ নিতে ফোন করুন 9831543343 এবং 8013457224 নম্বরে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 9830938386নম্বরে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %