Read Time:48 Second
উপকরনঃ ময়দা(১কাপ), চিনি (১ কাপ), ঘি (২ টেবল চামচ), নারকেল কোরা (২ টেবল চামচ), বেকিং পাউডার (১ চা চামচ), দিম(২ টি), কলা(১তি), ভ্যানিলা (৫ ফোঁটা)।
প্রনালিঃ প্রথমে কলা, ডিম, ঘি, চিনি, দিয়ে বিট করুন। বিট করা ভ্যানিলা দিন। এরপর নারকেল কোরা দিন। অন্যদিকে ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নিন। একসঙ্গে মিশিয়ে কেকের পাত্রে রেখে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করুন । কোকো পাউডার , চিনি, মাখন, আর দুধ জ্বাল দিয়ে ফিলিং তৈরি করুন। কেক তৈরির পর ফিলং দিয়ে পরিবেশন করুন।