পার্টি পার্বণ

1 Dec 2017 | Comments 0

 

ফাটা ঠোঁট কফির কাপে চুমুক। আলো জ্বেলে রাস্তার মোড়ে ব্যাডমিন্টন খেলা। রবিবার সকাল সকাল কমলালেবু, লুচি, আলুর দম, র‍্যাকেট ব্যাগে পুরে চিড়িয়াখানা, ব্যান্ডেল চার্চ, নিক্কো পার্কের উদ্দেশ্যে হই হই করে বেরিয়ে পড়ার আরেক নাম শীতকাল। খ্রিস্টমাস-নিউ ইয়ার ছাড়াও ডিসেম্বরের প্রতিটা সন্ধেই পার্টিমুখর হুইস্কি, ভদকা, রাম, জিন, শ্যাম্পেনে। বাড়িতেই হোক বা বারে– পানীয়ের মৌতাতে মাতাল হওয়াটা মাস্ট। সেক্ষেত্রে পানীয়ের পাশাপাশি তার সঙ্গে খাওয়ার চাটের রেসিপিটাও হওয়া উচিত ইনোভেটিভ। বিশ্বের ৫ দেশের পানীয় এবং তার সঙ্গে মানানসই খাবার, চটজলদি চাট, বাড়ির ছাদে বার বি-কিউ-এর হাল হদিশের পাশাপাশি শেফ দেবাশিস কুণ্ডুর পানীয়ের যোগ্য সঙ্গত চাটের রেসিপি এবার হ্যাংলার মলাটা কাহিনি। এবার পার্টি জমবে…নেশাতুর নিশিতে। সঙ্গে থাকল হ্যাংলামির হদিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine