রিলায়েন্স হেলথ্ ইনসিওরেন্স নিবেদিত গিটস হ্যাংলা পুজোর সেরা ভোগ ২০১৮-র সম্মাননা জ্ঞাপন

14 Dec 2018 | Comments 0

সপ্তমী আর অষ্টমী কলকাতার একশো আবাসনে মহাভোগ চেখে দেখেছেন জনপ্রিয় রন্ধন বিশেষজ্ঞা নামী শেফ এবং পরিচিত সেলেবের দল। আয়োজনে হ্যাংলা হেঁশেল। হ্যাংলার এই প্রয়াস ৫ বছরে ১০০ আবাসনে পৌঁছে গেছিল। সঙ্গে ছিলেন অভিনেত্রী অনসূয়া মজুমদার, পাপিয়া অধিকারী, তনিমা সেন, দোলন রায়, সোনালী চৌধুরী, রূপান্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, সোমা চক্রবর্তী, রেশমী সেন, বুলবুলি পাঁজা, মানালী দে, শ্রীপর্ণা রায়, মোনালিসা পাল, স্নেহা চ্যাটার্জি, প্রত্যুষা পাল, স্বাগতা মুখার্জি, পুষ্পিতা মুখার্জি এবং বাচিক শিল্পী ঊর্মিমালা বসু ও শেফ রঙ্গন নিয়োগী, দেবাশিস কুণ্ডু, চিরঞ্জীব চ্যাটার্জি, জয়ন্ত ব্যানার্জি, ঋজু দে, আশিস বোস, স্বরূপ চ্যাটার্জি, শেফ রৌণক বসু, অতনু সাহা, রণজিৎ সাউ এবং রন্ধন বিশেষজ্ঞা শুক্লা মুখার্জি, শর্মিষ্ঠা দে দীপান্বিতা ভাটিয়া, বিপাশা মুখার্জি, রুকমা দাক্ষি, শুভা চক্রবর্তী, শাশ্বতী ঘোষ এবং ফুড কলামিস্ট মৌসুমী সেনগুপ্ত।

বিচারকদের বিচারে বেছে নেওয়া সেরার সেরা আবাসনের হাতে ১৭ নভেম্বর উত্তীর্ণে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় সেরা আবাসনদের নাম ঘোষণা করে পুরস্কার হিসেবে ট্রফি এবং পুরস্কার মূল্য সেরাদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। শেফ এবং সেলেব্রিটিরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গিটসের কর্ণধার এম এ তেজানি ও পি পি কুণ্ডু, রিলায়েন্স হেলথ্ ইনসিওরেন্সের পক্ষ থেকে বিনীত দাগা, গুডরিকের পক্ষ থেকে ঋতিকা প্রসাদ ও ডেনিস অ্যান্থনি, মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ্র, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল, রূপশ্রী জুয়েলার্সের পক্ষ থেকে রাহুল রক্ষিত, ভোজ কোম্পানি থেকে আলো সাহা, কিংসুক সাহা এবং ইডেন মিডিয়ার পক্ষ থেকে বিতান রায় প্রমুখ। ছিলেন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাউন্সিলার বি এম জামাল হোসেন, পৌরপ্রতিনিধি সুশান্ত ঘোষ, মোহনবাগান ক্লাবের সভাপতি গীতানাথ গাঙ্গুলি, কে সি দাসের পক্ষ থেকে ধীমান দাস, এটিকের সহকারী কোচ সঞ্জয় সেন, প্রাক্তন ফুটবলার অনীত ঘোষ, প্রাক্তন অ্যাথলেট সোমা বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার রণদেব বসু, দীপ দাশগুপ্ত, প্রশান্ত ঘোষ, মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত, ক্রিকেট কোচ সুশীল শিকারিয়া, পরিচালক সুদেষ্না রায়, অনুরাগ চিরিমার, সুরেশ শেঠিয়া, সুদীপ রায়চৌধুরী, জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, সিদ্ধার্থ বসু, সুমিত বিশ্বাস এবং মিসেস ইন্ডিয়া সুপর্ণা মুখার্জি সহ বিশিষ্ট মানুষজন। তবে এদিনের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বাংলার দাদা ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। শ্রেয়ান ভট্টাচার্যের গান এবং জি-বাংলা ড্যান্স বাংলা ড্যান্সের প্রতিযোগী সোহমের ধামাকাদার নাচের পাশাপাশি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পোশাকে ফ্যাশন প্যারেড ছিল এদিনের মূল সম্পদ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সায়ন। পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন হ্যাংলার সম্পাদক অনিলাভ চট্টোপাধ্যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine